আগামী মাসে বসবে ২০২১ আইপিএলের নিলাম

ক্রিকেট দুনিয়া January 7, 2021 1,946
আগামী মাসে বসবে ২০২১ আইপিএলের নিলাম

প্রায় চূড়ান্ত হলো ২০২১ আইপিএলের প্লেয়ার ড্রাফটের নিলাম। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে আইপিএল ২০২১-এর নিলাম। তার আগে জানুয়ারিতেই বোর্ডের কাছে ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে ৮টি আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে।


১১ ফেব্রুয়ারি আইপিএল নিলাম অনুষ্ঠিত হতে পারে বলে খবর। যদিও সারা দিন ব্যাপী নিলামের আসর কোথায় বসবে, সেবিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বিসিসিআইয়ের তরফে আটটি ফ্র্যাঞ্চাইজিকে ২০ জানুয়ারির মধ্যে ছেড়ে দেওয়া ও ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে বলা হয়েছে।


আইপিএলের দিনক্ষণ ও কেন্দ্র এখনও নির্ধারণ করা না হলেও এটা নিশ্চিত যে, এবছরও ৮ দলের আইপিএল অনুষ্ঠিত হবে। পরের বছরে অর্থাৎ ২০২২ থেকে আইপিএল অনুষ্ঠিত হবে ১০ দলের। বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে। সুতরাং, ২০২২ আইপিএলের আগে মেগা নিলাম অনুষ্ঠিত হতে পারে। এবার ফ্র্যাঞ্চাইজিদের মূল দলে আমূল পরিবর্তনের সম্ভাবনা নেই।


ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। ৫ ফেব্লুয়ারি শুরু হবে সিরিজ। প্রথম দু’টি টেস্ট খেলা হবে চেন্নাইয়ে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। সুতরাং, প্রথম দু’টি টেস্টের মাঝে সংক্ষিপ্ত বিরতিতে অনুষ্ঠি হতে পারে আইপিএল নিলাম।


সূত্রঃ স্পোর্টসজোন২৪