যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ক্রিকেট দুনিয়া January 7, 2021 1,516
যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২০২১ সালের ১০ জানুয়ারি বাংলাদেশে আসবে ক্যারিবিয়রা। আর এই সিরিজেরই সবগুলো ম্যাচ দেখা যাবে বাংলাদেশের দুই চ্যানেলে।


সেই দুই চ্যানেল হচ্ছে– টি স্পোর্টস ও নাগরিক টিভি। গত মঙ্গলবার (৫ জানুয়ারি) টিভি সম্প্রচার স্বত্বের নিলামে গাজী টিভি ও টি স্পোর্টসকে পেছনে ফেলে রেকর্ড গড়া ১৭ কোটি ৯৭ লাখ টাকায় স্বত্ব কিনে নেয় বেনটেক। আর তার থেকে খেলা সরাসরি দেখানোর সম্প্রচার স্বত্ব কিনে নেয় এই দুই চ্যানেল।


এদিকে ২০ জানুয়ারি শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। ২২ ও ২৫ জানুয়ারি সিরিজের বাকি দুই ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দু’দল। এছাড়া ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।


প্রস্তুতি ম্যাচ (ওয়ানডে ফরম্যাট):

১৮ জানুয়ারি (সোমবার), বিকেএসপি


তিন ম্যাচের ওয়ানডে সিরিজ:


প্রথম ওয়ানডে: ২০ জানুয়ারি (বুধবার), শেরেবাংলা স্টেডিয়াম, মিরপুর


দ্বিতীয় ওয়ানডে: ২২ জানুয়ারি (শুক্রবার), শেরেবাংলা স্টেডিয়াম, মিরপুর


তৃতীয় ওয়ানডে: ২৫ জানুয়ারি (রবিবার), জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, ‍চট্টগ্রাম


চার দিনের প্রস্তুতি ম্যাচ:

২৮-৩১ জানুয়ারি (বৃহস্পতিবার-রবিবার), এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম


দুই ম্যাচের টেস্ট সিরিজ:


প্রথম টেস্ট: ৩-৭ ফেব্রুয়ারি (বুধবার-রবিবার), জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, ‍চট্টগ্রাম


দ্বিতীয় টেস্ট: ১১-১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার-সোমবার), শেরেবাংলা স্টেডিয়াম, মিরপুর।


সূত্রঃ স্পোর্টসজোন২৪