তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরে সিরিজ হার নিশ্চিত হয়েছিল পাকিস্তানের। শেষ ম্যাচটি ছিল আত্নসম্মান রক্ষার লড়াই। সেই লড়াই সম্মান ত এলোইনা বরং বাড়ল লজ্জা। স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে তৃতীয় টেস্টে ইনিংস ও ১৭৬ রানের বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের লজ্জা পেল পাকিস্তান।
প্রথম ইনিংসে পাকিস্তানের ২৮৭ রানের জবাবে ৬ উইকেটে ৬৫৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে সোমবার দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৮ রান তুলে পাকিস্তান শেষ করে তৃতীয় দিনের খেলা।
অষ্টম ওভারে সাজঘরে ফেরেন শান মাসুদ। ২৫ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি। উইকেটে ঠিল আবিদ আলী ২৭ বলে ৭ ও নাইটওয়াচম্যান আব্বাস ১৪ বলে ১ রানে।
চতুর্থ দিনের শুরুতেই ফিরে যান মোহাম্মদ আব্বাস। ধারাবাহিকভাবেই ফিরে যেতে থাকেন একের পর এক ব্যাটসম্যান। প্রথম ইনিংসে দাপট দেখানো জেমিসন দ্বিতীয় ইনিংসেও পাকিস্তানের ব্যাটিং লাইন আপ ধ্বসে দেন। আজহার-রিজওয়ানদের এবার দাঁড়াতেই দেননি তিনি। শেষ পর্যন্ত মাত্র ১৮৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন আজহার আলী।
কিউইদের হয়ে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারের মাত্র ষষ্ঠ টেস্ট ম্যাচেই প্রথমবার ১০ এর বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন জেমিসন। এছাড়াও ৩ উইকেট নেন ট্রেন্ট বোল্ট।
• সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ২৯৭/১০ (১ম ইনিংস)
আজহার ৯৩, রিজওয়ান ৬১;
জেমিসন ৫/২৯, সাউদি ২/৬১, বোল্ট ২/৮২।
নিউজিল্যান্ড ৬৫৯/৬ (১ম ইনিংস)
উইলিয়ামসন ২৩৮, হেনরি নিকোলস ১৫৭, ড্যারিল ১০২*;
আব্বাস ২/৯৮, শাহীন ২/১০১, ফাহিম ২/১০৬।
পাকিস্তান ১৮৬/১০ (২য় ইনিংস)
আজহার ৩৭, গোহার ৩৭, ফাহিম ২৮, আবিদ ২৬;
জেমিসন ৬/৪৮, বোল্ট ৩/৪৩।
ইনিংস ও ১৭৬ রানে জয়ী নিউজিল্যান্ড।
সূত্রঃ স্পোর্টসজোন২৪