তৃতীয় টেস্ট শুরুর আগে দুঃসংবাদ পেল ভারত

ক্রিকেট দুনিয়া January 5, 2021 844
তৃতীয় টেস্ট শুরুর আগে দুঃসংবাদ পেল ভারত

অস্ট্রেলিয়া সফরে গিয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলেন মোহাম্মদ শামি। তবে অ্যাডিলেডে অনুষ্ঠিত প্রথম টেস্টেই ইনজুরিতে পড়েন তিনি। পরবর্তীতে একই অবস্থা হয় উমেশ যাদবের। এবার এই দুই পেসারের পথেই হাঁটলেন লোকেশ রাহুল। নেটে অনুশীলনের সময় কব্জিতে চোট পাওয়ায় ছিটকে গেলেন বাকি দুই টেস্টের স্কোয়াড থেকে।


রাহুলের প্রথম দুই টেস্টের একটিতেও খেলা হয়নি। কিন্তু সিডনিতে ৭ জানুয়ারি শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে তার খেলার একটা ভালো সম্ভাবনা ছিল। বিশেষ করে টপে মায়াঙ্ক আগাওয়ালের বাজে ফর্মই রাহুলের কপাল খুলে দিয়েছিল। কিন্তু চোট পেয়ে সেই সম্ভাবনাও শেষ হয়ে গেলো তার।


বিসিসিআই-এর তরফে মঙ্গলবার জানানো হয়, শনিবার মেলবোর্নে অনুশীলনের সময় বাঁহাতের কব্জিতে চোট পান রাহুল। চেই চোট পরীক্ষা করে জানা গিয়েছে ৩ সপ্তাহ লাগবে তাঁর পুরোপুরি সুস্থ হতে। তাই বর্ডার-গাওস্কর ট্রফির শেষ ২ ম্যাচে তাঁকে পাওয়া যাবে না।


সূত্রঃ স্পোর্টসজোন২৪