নিয়ম না মানলে খেলতে এসো না ভারতকে বললো অস্ট্রেলিয়া

ক্রিকেট দুনিয়া January 3, 2021 1,633
নিয়ম না মানলে খেলতে এসো না ভারতকে বললো অস্ট্রেলিয়া

নতুন বছরে ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজে বল গড়ানোর আগে বিতর্ক তুঙ্গে। শনিবারই ভারতীয় ক্রিকেটারদের এক হোটেলে খেতে যাওয়ার ছবি ভাইরাল হয়েছে। যেখানে রোহিত শর্মাদের বিল, এক ভারতীয় ক্রিকেটভক্ত মিটিয়ে দেন। এই ঘটনায় পরেই বিতর্ক তুঙ্গে।


জৈব সুরক্ষা বলয় ভেঙ্গেছেন রোহিত শর্মা, রিশভ পান্ট, নভদ্বীপ সাইনি, পৃথ্বী শ ও শুভমান গিলও। যার কারণে তাদেরকে রাখা হয়েছে দল থেকে বিচ্ছিন্ন। পাঠানো হয়েছে আইসোলেশনে। সেই সাথে ভারতকে কঠিন হুশিয়ারি দিয়ে অস্ট্রেলিয়া থেকে জানানো হয়েছে, নিয়ম না মানলে খেলতে না আসতে।


কুইন্সল্যান্ড সরকারের স্বাস্থ্যমন্ত্রী রস বেটস বলেছেন, “ভারতীয় যদি নিয়ম মেনে খেলতে রাজি না হয়, তাহলে তাদের আসার দরকার নেই।” একই কথা ক্রীড়া ছায়া মন্ত্রী টিম মেন্ডারের মুখেও। তিনি বলেছেন, “ভারতীয় দল যদি নিয়ম অমান্য করতে চায় এবং কোয়ারেন্টাইন বিধি না মানে, তাহলে তাদের চতুর্থ টেস্ট খেলতে আসার দরকার নেই। একই নিয়ম সবার জন্য প্রযোজ্য।”


এছাড়া কুইন্সল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জেনেট ইয়ং বলেন, “ক্রিকেট অস্ট্রেলিয়া যে নিয়মনীতি দিয়েছে এবং আমাদের যা নিয়ম আছে সেই অনুযায়ীই ম্যাচ আয়োজন হবে। তাদেরকে হোটেলেই অবস্থান করতে হবে। বাইরে যাওয়া চলবে না।”


সূত্রঃ স্পোর্টসজোন২৪