যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সাকিব

ক্রিকেট দুনিয়া January 3, 2021 970
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সাকিব

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সাকিব আল হাসান। রোববার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।


এর আগে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শেষ দুই ম্যাচ না খেলেই সাকিব হঠাৎ চলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। শ্বশুরের অসুস্থতার খবর পেয়ে টুর্নামেন্টের ফাইনাল না খেলেই দেশ ছাড়েন তিনি। তবে যুক্তরাষ্ট্র পৌঁছানোর আগেই শ্বশুরের মৃত্যুর দুঃসংবাদ পেয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।


দেশে পৌঁছে সাকিব জানান, এই কামব্যাকটা ডিফারেন্ট। শ্রীলঙ্কা যেতে পারি নাই। যা হতাশার। বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এর জন্য তাদের ধন্যবাদ জানাই। আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি ভেবে ভালো লাগছে।


এই সিরিজটা কঠিন হবে। চেষ্টা করবো নিজেকে ফিরে পাওয়ার।

সাকিব আরও জানান, নতুন সন্তানের খবর আনন্দের। সবার দোয়া চাই যেন বাচ্চা সুস্থ থাকতে পারে।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে শুরু হওয়া অনুশীলন শুরু করবেন কয়েক দিনের মধ্যেই। ১০ জানুয়ারি ঢাকায় আসবে ক্যারিবীয়রা।


এদিকে নতুন বছরের প্রথম দিনই ভক্ত-সমর্থকদের সুখবর দিয়ে চমকে দিয়েছেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন তিনি।


সূত্রঃ সময় টিভি অনলাইন