উইজডেনের সেরা কিশোর একাদশে জায়গা পেলেন মুশফিক

ক্রিকেট দুনিয়া January 2, 2021 1,042
উইজডেনের সেরা কিশোর একাদশে জায়গা পেলেন মুশফিক

কিশোর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর থেকে প্রতিনিয়ত উন্নতি করেছেন এবং ৩০ বছর বয়সের অধিক পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জাতীয় দলে, তাদের নিয়ে সেরা একাদশ তৈরি করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন। নাম দেওয়া হয়েছে সেরা কিশোর একাদশ।


সেই দলে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিম। বর্তমানে খেলা এমন ক্রিকেটার আছেন মাত্র দু’জন। মুশফিকের সাথে জায়গা করে নেওয়া অপর ক্রিকেটার হলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।


এছাড়া এই একাদশে আছেন বেশ কয়েকজন কিংবদন্তি ক্রিকেটাররা। শচীন টেন্ডুলকার, স্যার গ্যারি সোবার্স, ইমরান খান, ওয়াসিম আকরামদের মতো ক্রিকেটাররা আছেন সেই একাদশে।


উইজডেনের সেরা কিশোর একাদশ

ইমরান খান (অধিনায়ক), নেইল হার্ভে, শচীন টেন্ডুলকার, ডেনিস কম্পটন, মার্টিন ক্রো, গ্রায়েম পোলক, গ্যারি সোবার্স, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), অনিল কুম্বলে, ওয়াসিম আকরাম ও প্যাট কামিন্স।


সূত্রঃ এসএনপি স্পোর্টস