টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উইলিয়ামসন, দেখে নিন বাকিদের অবস্থান

ক্রিকেট দুনিয়া December 31, 2020 1,236
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উইলিয়ামসন, দেখে নিন বাকিদের অবস্থান

সম্প্রতি নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজ শেষে টেস্ট র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে স্মিথকে টপকে শীর্ষে উঠলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।


মাউন্ট মাঙ্গানুইতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়েছেন কিউই অধিনায়ক উইলিয়ামসন। অন্যদিকে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ব্যাট হাতে প্রথম দুই টেস্টেই নিজের সেরা ছন্দে ছিলেন না স্মিথ। এমনকি দ্বিতীয় টেস্টে খেলেননি বিরাট কোহলিও। স্মিথের অফফর্ম এবং কোহলির না থাকা সবমিলিয়ে আবারো টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন উইলিয়ামসন।


সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে ৮৯০ রেটিং নিয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছেন এই নিউজিল্যান্ড অধিনায়ক। ৮৭৯ রেটিং নিয়ে দুইয়ে রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তবে ব্যাট হাতে বাজে সময় কাটানোর পর র‌্যাঙ্কিংয়ের তিনে নেমে গিয়েছেন স্টিভ স্মিথ। টেস্টে তার রেটিং ৮৭৭।


টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা ছয়ে জায়গা করে নিয়েছেন ভারতকে দ্বিতীয় টেস্টে নেতৃত্ব দেওয়া অজিঙ্কা রাহানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তারই করা সেঞ্চুরির উপর ভর করে মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে সক্ষম হয়েছে ভারত। যে কারণে পুরস্কারসরূপ র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৭৮৪ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ের ছয়ে রয়েছেন রাহানে।


বোলারদের মধ্যে র‌্যাঙ্কিংয়ের শীর্ষেই রয়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। ৯০৬ রেটিং নিয়ে সবার উপরে রয়েছেন তিনি। এছাড়াও দুইয়ে রয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড এবং তিনে নিউজিল্যান্ডের ওয়্যাগনার। বোলারদের র‌্যাঙ্কিংয়ে উপরে উঠেছেন ভারতের স্পিনার রবি অশ্বিন। ৭৯৩ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ের সাতে রয়েছেন তিনি। এছাড়াও উন্নতি হয়েছে ভারতের পেসার যশপ্রিত বুমরাহরও। ৭৮৩ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ের নয়ে রয়েছেন তিনি।


অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সবার উপরেই রয়েছেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। ৪২৩ রেটিং নিয়ে দুইয়ে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। তিনে রয়েছেন ভারতের জাদেজা এবং ৩৬৬ রেটিং নিয়ে চারে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। – বিডিক্রিকটাইম/ ক্রিকইনফো/ আমাদের সময়