শ্রীলঙ্কা সফরে টেস্টের সাথে যোগ হচ্ছে ওয়ানডে অথবা টি-টোয়েন্টি!

ক্রিকেট দুনিয়া December 29, 2020 1,222
শ্রীলঙ্কা সফরে টেস্টের সাথে যোগ হচ্ছে ওয়ানডে অথবা টি-টোয়েন্টি!

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আমন্ত্রণ জানিয়েছে সফরের জন্য। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। সোমবার দুপুরে তিনি জানান, আগামী এপ্রিলে হতে পারে এই সফর।


‘এই প্রপোজালটা ওদের কাছে থেকে এসেছে। এই মুহূর্তে এপ্রিলকে লক্ষ্য করে করা হচ্ছে। এই সময় একটা সম্ভাব্য স্লট আছে আমাদের এবং শ্রীলঙ্কার জন্য। সেভাবেই আমরা কাজ করছি।’


নিজাম উদ্দিন চৌধুরী আরও জানান, দুই টেস্টের সঙ্গে যোগ হতে পারে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সিরিজও। যদিও সময়ের উপর নির্ভর করবে ওয়ানডে বাঁ টি-টোয়েন্টি সিরিজ।


‘দুই বোর্ড ঐক্যমতে পৌঁছেছি, টেস্ট চ্যাম্পিয়নশিপের যে কমিটমেন্ট রয়েছে সেটা ঠিক আছে। এছাড়া টেস্ট সিরিজের সঙ্গে যদি অন্যকিছু (ওয়ানডে বাঁ টি-টোয়েন্টি) যুক্ত হয়, আমাদের এফটিপিতে ওই স্পেসটা যাতে পাওয়া যায় আমরা সেভাবেই কাজ করছি।’


আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।


কিন্তু করোনা ভাইরাসের কারণে সেই সিটিজি স্থগিত করে দুই দেশের ক্রিকেট বোর্ড। এরপর গত অক্টোবরে স্থগিত হয়ে যাওয় ওই সিরিজ আয়োজন করতে চেয়েছিল শ্রীলংকা ক্রিকেট বোর্ড।


বাংলাদেশ দল সফরে যেতে আগ্রহী হলেও শ্রীলঙ্কার বাধ্যমূলক ১৪ দিনের কোয়ারেন্টিন ও এই সময়ে অনুশীলনের সুযোগ না দেওয়ার কারণেই মূলত সিরিজটি স্থগিত হয়ে যায়।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট