২০১০-২০২০ শেষ হতে চলা দশকের ক্রিকেটে তিন সংস্করণের সেরা একাদশ গতকাল প্রকাশ করেছিল আইসিসি। আজ তিন সংস্করণে আলাদা সেরা ক্রিকেটারদের নাম তথা কারা পাচ্ছেন আইসিসি এ্যাওয়ার্ডস তাদের নাম জানিয়ে দিল বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা।
ওয়ানডেতে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি, টেস্টে সেরা ক্রিকেটার হয়েছেন স্টিভেন স্মিথ ও টি-টোয়েন্টিতে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রশিদ খান।
এই দশকে সব সংস্করণে অবিশ্বাস্য ধারাবাহিক ছিলেন কোহলি। গড়েছেন একের পর এক রেকর্ড। দশ বছরে ২০৮ ওয়ানডেতে কোহলি ৬১.৮৩ গড়ে করেন ১০ হাজার ৩৮৮ রান। শতরানের ইনিংস খেলেন ৩৯ বার।
গত ১০ বছরে টেস্টের রাজা ছিল স্মিথ। এই ডানহাতি এক বছর নিষিদ্ধ থাকার পরও নিজের রেকর্ড নিয়ে গেছেন চূড়ায়। ৬৯ টেস্ট খেলে ৬৫.৭৯ গড়ে ৭ হাজার ৪০ রান এসেছে তার ব্যাটে। করেছেন ২৬ সেঞ্চুরি।
গত দশকে যেমন উত্থান হয়েছে আফগানিস্তানের। ক্রিকেট পেয়েছে রশিদ খানের মতো বিস্ময়কর তারকার। লেগ স্পিনের ভেল্কি দিয়ে পুরো এক দশক মোহাবিষ্ট করে রাখেন। বেশিরভাগ খেলেছেন টি-টোয়েন্টি।
দশক সেরা টি-টোয়েন্টি এই ক্রিকেটার ৪৮ ম্যাচ খেলে নেন ৮৯ উইকেট। প্রতি ১২.৬২ রান খরচায় পেয়েছেন একটি করে উইকেট। মারকাটারি ক্রিকেটেও তার বল থেকে ওভারপ্রতি ৬.১৪ রানের বেশি নেওয়া যায়নি।
এছাড়া বিরাট কোহলিকে দশক সেরা ছেলে ক্রিকেটার ও অস্ট্রেলিয়ার অ্যালিসা প্যারিকে দশক সেরা নারী ক্রিকেটার হিসেবে ঘোষণা দিয়েছে আইসিসি। - স্পোর্টসজোন২৪