আইসিসির দশক সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন কোহলি

ক্রিকেট দুনিয়া December 28, 2020 750
আইসিসির দশক সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন কোহলি

গত দশ বছরে তথা এক দশকে আইসিসির সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন বিরাট কোহলি। আইসিসির স্যার গ্যারি সোবার্স অ্যাওয়ার্ড জিতেছেন ভারতীয় অধিনায়ক।


ক্রিকেটের তিন ফরম্যাট ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট সব গুলোতেই আইসিসির দশক সেরা একাদশে ছিলেন বিরাট কোহলি। নির্বাচিত হয়েছেন দশকের সেরা টেস্ট দলের ক্যাপ্টেন। এবার সবার সেরা ক্রিকেটারের তকমা পেলেন তিনি।


ভারত অধিনায়ক শুধু হাতছাড়া করেন দশকের সেরা টেস্ট ও টি-২০ ক্রিকেটারের পুরস্কার। টেস্টে সেরা নির্বাচিত হয়েছেন স্টিভেন স্মিথ। টি-টোয়েন্টিতে সেরা নির্বাচিত হয়েছেন রশিদ খান।


সূত্রঃ স্পোর্টসজোন২৪