নিঃসন্দেহে বর্তমান সময়ের সেরা টি টোয়েন্টি ব্যাটসম্যান পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম। বিগত বেশ কয়েক বছর ধরেই দুর্দান্ত পারফরম্যান্স করছেন তিনি। কিন্তু আজ ঘোষিত আইসিসি দশক সেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা পাননি তিনি।
শুধু তাই নয় টি-টোয়েন্টি পর ওয়ানডে এবং টেস্ট কোন বিভাগে জায়গা হয়নি কোন পাকিস্তানের ক্রিকেটারদের। যদিও একাদশে সুযোগ পেয়েছে একাধিক ভারতীয় ক্রিকেটার। তাই এবার আইসিসির ওপর চটেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।
এরমধ্যে শোয়েব আক্তার তো জানিয়ে দিয়েছেন আইসিসি দশক সেরা একাদশ নয় আইপিএলের একাদশ ঘোষণা করেছে। আজ নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আক্তার বলেন, “আইসিসি হয়তো ভুলে গেছে পাকিস্তানও আইসিসির সদস্য এবং টি-টোয়েন্টি খেলে”।
“তারা বাবরকে নেয়নি, সে বর্তমানে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান। তারা পাকিস্তানের কোনো খেলোয়াড়কে দলে রাখেনি। আমরা তোমাদের টি-টোয়েন্টি দল গ্রহণ করছি না। কারণ তোমরা আইপিএলের দল ঘোষণা করেছ।”
এছাড়াও আইসিসি এর উপর চরম খেপেছে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের রাশদ লতিফ। তিনি টুইটারে লিখেছেন, ‘আইসিসি লিখতে ভুল করেছে। তারা হয়তো আইপিএলের দশকসেরা একাদশ লিখতে ভুলে গেছে।’
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট