দশক সেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করলো আইসিসি

ক্রিকেট দুনিয়া December 27, 2020 1,636
দশক সেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করলো আইসিসি

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি দশকসেরা টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করেছে। ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এই সময়ে ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে গড়া একাদশে জায়গা হয়নি পাকিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড কোনো ক্রিকেটারের।


ওয়ানডের পর টি-টোয়েন্টি একাদশেও অধিনায়ক করা হয়েছে ভারতের মহেন্দ্র সিং ধোনিকে। এছাড়া আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রিত বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং কাইরন পোলার্ড আছেন ২০ ওভারের এই একাদশে।


এ ছাড়া আছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের রশিদ খান, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাকেও রাখা হয়েছে দশক সেরা এই একাদশে।


আইসিসির দশকসেরা টি-টোয়েন্টি একাদশ: রোহিত শর্মা (ভারত), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক, ভারত), কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), রশিদ খান (আফগানিস্তান), জসপ্রিত বুমরাহ (ভারত), এবং লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।


সূত্রঃ স্পোর্টসজোন২৪