কদিন বাদেই শুরু হচ্ছে নতুন দশকের গননা। শেষ হতে চলা ২০১১-২০২০ দশকের সেরা ক্রিকেটার, সেরা একাদশ অনেক আগেই বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে। তবে এবার শেষ দিকে নিজেদের সেরা টেস্ট দশক সেরা একাদশ প্রকাশ করল ক্রিকেট ভিত্তিক ওয়েব সাইট ক্রিকবাজ। যা নির্বাচন করেছেন ক্রিকবাজের বিশ্লেষক হার্শা ভোগলে।
গেল এক দশকে দীর্ঘসময় ধরে টেস্টের নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিলেন সাকিব। টাইগার ক্রিকেটের পোস্টার বয়কে বেছে নিতে খুব একটা বেগ পেতে হয়নি ভোগলেকে। সাকিবের কাছাকাছি ছিলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, জেসন হোল্ডার ও ইংলিশ তারকা অলরাউন্ডার বেন স্টোকস।
তবে ব্যাটিং-বোলিং কিংবা ম্যাচ অনুযায়ী পারফরম্যান্সের তুলনা করে সবকিছু বিবেচনায় নিয়ে সাকিবকেই এগিয়ে রেখেছেন ভোগলে। সাকিব ছাড়াও অলরাউন্ডার হিসেবে আছেন রবিচন্দ্রন অশ্বিন।
ভোগলের একাদশে যথারীতি আছেন সময়ের সেরা দুই ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও বিরাট কোহলি। আছেন লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারও। তবে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে তিনি রেখেছেন প্রোটিয়া তারকা এ বি ডিভিলিয়ার্সকে।
ভোগলের দশকসেরা টেস্ট একাদশ:
অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কুমার সাঙ্গাকারা, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, এ বি ডিভিলিয়ার্স (উই.), সাকিব আল হাসান, রবীচন্দ্রন অশ্বিন, প্যাট কামিন্স, ডেল স্টেইন ও জিমি অ্যান্ডারসন।
সূত্রঃ স্পোর্টসজোন২৪