জেতা ম্যাচ হেলা করে দলকে হারালেন ম্যাক্সওয়েল

ক্রিকেট দুনিয়া December 27, 2020 1,312
জেতা ম্যাচ হেলা করে দলকে হারালেন ম্যাক্সওয়েল

২০১২ আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুের মধ্যকার একটি ম্যাচের কথা মনে আছে নিশ্চয়? যেখানে শেষ দুই ওভারে জিততে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ৪৩ রানে। এমন সময় হেলা করে বল করতে আসেন কোহলি। আর সেই ওভারে ২৮ রান তুলে ম্যাচটা সহজ করে ফেলেছিলেন মরকেল। পরে ম্যাচটা ৫ উইকেটে জিতেও নেয় চেন্নাই। এবার এমনই এক ঘটনার স্বীকার হলেন গ্লেন ম্যাক্সওয়েল।


বিগ ব্যাশের ১৫ তম ম্যাচে শনিবার সিডনি সিক্সার্সের মুখোমুখি হয়েছিল গ্লেন ম্যাক্সওয়েলের মেলবোর্ন স্টার্স। ম্যাচটিতে ২০১২ আইপিএলের মতোই শেষ দিকে সমীকরণ দাঁড়ায়। যেখানে শেষ ৩ ওভারে জয়ের জন্য সিক্সার্সের প্রয়োজন ছিল ৪৩ রান। কিন্তু শেষ ওভারে সেই পরিসংখ্যান দাঁড়ায় ২০ রানে।


বলা যায় হেলা করেই বল করতে আসেন মেলবোর্ন স্টার্সের অধিনায়ক গ্লেস ম্যাক্সওয়েল। কেননা তখনও পেসার কোল্টারনাইলের কোটার ১ ওভার বাঁকি। যিনি ৩ ওভার বোলিং করে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। অথচ তাকে রেখে বল তুলে নেন নিজেই।


কিন্তু এমন কাজে যে বড় ভুল করেছেন সেটা বুঝতে পারেন প্রথম তিন বলেই। সিক্সার্সের সেট ব্যাটসম্যান অধিনায়ক ডেনিয়েল হিউজেস ছক্কা, চার, ছক্কা হাঁকান। প্রথম তিন বলে নেন ১৬ রান। যদিও চতুর্থ বলে ৯৬(৫১) রান করে আউট হন তিনি।


এরপর শেষ দুই বলে জিততে প্রয়োজন ছিল ৪ রান। উইকেট ছিল ১ টি। কিন্তু পঞ্চম বলটি ডট দিলেও উইকেটরক্ষক মিসের কারণে বাউন্ডারি হয়ে যায়। আর তাতেই ১ বল আগে ১ উইকেটের জয় তুলে নেয় সিক্সার্সরা।


এমন বোলিংয়ের পর নিশ্চয় শান্তিতে থাকতে পারবেন না ম্যাক্সওয়েল। অথচ এদিন ব্যাট হাতে কি ঝড়ই না তুলেছিলেন। দলের হয়ে সবচেয়ে বেশি ৪৭ বলে অপরাজিত ৭১ রানের ইনিংসে দলকে ১৯৩ রানের বিরাট সংগ্রহ এনে দেন তিনি। কিন্তু বোলিংয়ে সব যেন জলাঞ্জলি দেন স্টার্সের অধিনায়ক।


সূত্রঃ স্পোর্টসজোন২৪