উইন্ডিজদের বিপক্ষে পুরনো ফর্মে ফিরবেন সাকিব : মাহমুদউল্লাহ

ক্রিকেট দুনিয়া December 24, 2020 801
উইন্ডিজদের বিপক্ষে পুরনো ফর্মে ফিরবেন সাকিব : মাহমুদউল্লাহ

এক বছর নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে নিজের খেলার মান অনুযায়ী এখনো প্রত্যাশা পূরণ করতে পারেননি সাকিব আল হাসান। তবে দ্রুতই পুরনো রুপে ফিরবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এমনটা বিশ্বাস করেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।


আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ রয়েছে বাংলাদেশের। টেস্ট ও ওয়ানডে এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ম্যাচে ফিরবেন সাকিব। আর মাহমুদউল্লাহ মনে করছেন, এই সিরিজ দিয়েই ছন্দে ফিরবেন সাকিব আল হাসান।


সম্প্রতি এক গণমাধ্যমের সাথে আলাপকালে মাহমুদউল্লাহ বলেন, সন্দেহ নেই সাকিব বিশ্বমানের খেলোয়াড়। সে জানে তাকে কখন কী করতে হবে, কতটুকু করতে হবে। এ কারণেই সে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড়ের জায়গাটা ১২-১৩ বছর ধরে রেখেছে।


বঙ্গবন্ধু টি-টোয়েন্টি চলার সময় সে রাত সাড়ে ১২টায়ও ফিটনেস নিয়ে কাজ করতে গেছে। ম্যাচের দিন সকালে রানিং করেছে, সুইমিং করেছে। ব্যাটিংয়ে বাড়তি সময় দিয়েছে।


ঐচ্ছিক অনুশীলনে নিজ আগ্রহে মাঠে গেছে। টানা ২-৩ ম্যাচ খেলে আমরা অনেকে বিশ্রাম নিয়েছি, সে নেয়নি। নেটে দেড় ঘণ্টা ব্যাটিংয়ের পর বোলিং করেছে। ছন্দে ফিরতে সব চেষ্টাই করছে। আমি নিশ্চিত, ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই সে তার আগের অবস্থায় ফিরবে। – সমকাল