গতকাল (২৩ ডিসেম্বর) হয়েছে টি-১০ লিগের প্লেয়ার্স ড্রাফট। দল পেয়েছেন একাধিক বাংলাদেশি ক্রিকেটার। মারাঠা অ্যারাবিয়ান্স দলে ভেড়ায় তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকতকে। পরে মুক্তার আলিকেও দলে ভেড়ায় তারা।
তবে নামের পাশে সংযুক্ত আরব আমিরাতের পতাকা যুক্ত থাকায় বিভ্রান্তি তৈরি হয়। বিভ্রান্তি দূর করলেন মুক্তার আলি নিজেই। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে মুক্তার এক পোস্ট দিয়ে নিশ্চিত করেন টি-টেন লিগে খেলবেন তিনি।
তিনি লেখেন, ‘সবাই বিভ্রান্তির মধ্যে আছে যে টি-১০ ড্রাফটে কে এই মুক্তার আলি। বিভ্রান্তি দূর করে সবাইকে জানাচ্ছি এটা নিশ্চিত যে মুক্তার আলি আসন্ন টি-টেন লিগে মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে খেলবে।’
মারাঠা অ্যারাবিয়ান্স দলে মোসাদ্দেক-তাসকিন-মুক্তার ছাড়াও আছেন শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজদের মত অভিজ্ঞ ক্রিকেটার।
মারাঠা অ্যারাবিয়ান্স স্কোয়াডঃ
শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, লরি ইভান্স, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, প্রবীন তাম্বে, ইশান মালহোত্রা, সোমপাল কামি, মুক্তার আলি, আমজাদ গুল, আব্দুল শাকুর, মারুফ মারচেন্ট ও সৈয়দ শাহ।
সূত্রঃ ক্রিকেট৯৭