বঙ্গবন্ধু কাপের ফাইনাল না খেলেই যুক্তরাষ্ট্রে ফিরে গিয়েছিলেন সাকিব আল হাসান। জেমকন খুলনার এই তারকা পারিবারিক কারণে ছেড়েছিলেন দেশ। শ্বশুর গুরুতর অসুস্থ থাকার খবর শুনে ছুটে গিয়েছিলেন তিনি।
তবে যাত্রার মাঝপথেই না ফেরার দেশে পাড়ি জমান সাকিবের শ্বশুর মমতাজ আহমেদ। যুক্তরাষ্ট্রে গেলেও তাই আর শ্বশুরকে জীবিত দেখতে পারেননি সাকিব। শ্বশুরের প্রয়াণ শোক কাটিয়ে আবারও দেশে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এই পোস্টারবয় নতুন বছরের শুরুতেই দেশে ফিরবেন।
আগামী ২ জানুয়ারি সাকিব দেশে পৌঁছাতে পারেন বলে বিসিবি সূত্রে জানা গেছে। কারণ, বছরের শুরুতেই ক্যারিবিয়ানদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলবে বাংলাদেশ। আগামী ১০ জানুয়ারি উইন্ডিজ দল পা রাখবে বাংলাদেশে। এর আগে ৭ জানুয়ারি থেকে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা।
২০ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ ও উইন্ডিজের মধ্যকার ৩ ওয়ানডে এবং ২ টেস্ট ম্যাচের সিরিজ। সবকিছু ঠিক থাকলে নিষেধাজ্ঞা শেষে এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সাকিব। এছাড়া দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ।
সূত্রঃ এসএনপি স্পোর্টস