আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ড র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান নিয়ে বছর শেষ করলেন সাকিব আল হাসান। অলরাউন্ডার তালিকায় শীর্ষে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। আজ (বুধবার) আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার তালিকা প্রকাশ করে।
নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শেষে আইসিসি তালিকা হালনাগাদ করে। তাতে সাকিব আল হাসান দ্বিতীয় স্থান ধরে রাখেন। সাকিবের রেটিং পয়েন্ট ২৬৮।
প্রথম স্থানে থাকা মোহাম্মদ নবীর পয়েন্ট ২৯৪। আর ২২৫ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। সমান ১৩৫ পয়েন্ট নিয়ে তালিকার ১০ নম্বরে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও ওমানের জিসান মাকসুদ।
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবের তথ্য গোপন করায় ২০১৯ সালের অক্টোবর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সব ধরণের ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন সাকিব। নভেম্বরেই সাকিব আইসিসি’র র্যাঙ্কিংয়ে জায়গা করে নেন।
সূত্রঃ বৈশাখী টিভি অনলাইন