শিক্ষিকাকে বিয়ে করলেন ভারতীয় স্পিনার চাহাল!

ক্রিকেট দুনিয়া December 23, 2020 1,937
শিক্ষিকাকে বিয়ে করলেন ভারতীয় স্পিনার চাহাল!

অস্ট্রেলিয়া সফর সেরে দেশে ফিরেই সাত পাকে বাঁধা পড়লেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। প্রেমিকা ও ‘শিক্ষিকা’ ধনশ্রী বর্মার সঙ্গে মালা বদল করলেন তিন।মঙ্গলবার হিন্দুরীতিতে কোরিওগ্রাফার ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারত দলের এই রিস্ট স্পিনার।


ধনশ্রীর কাছে চাহাল আসেন একজন নাচের ছাত্র হিসাবে। শুনে অবাক হলেও সদ্যবিবাহিতা এই তরুণীর কাছ থেকে জানা গেছে লকডাউনে তাঁর নাচ সহ আরো অনেক ইউটিউব ভিডিও দেখে চাহাল তাঁর কাছে ক্লাস করার সিদ্ধান্ত নেন এবং তাঁর সঙ্গে যোগাযোগ করে ক্লাস শুরু করেন। আর সেই সুযোগেই তাদের মধ্যে বন্ধুত্ব ধীরে ধীরে নতুন সম্পর্কে পরিণতি পায় বলেই জানিয়েছেন তিনি।


ভারতের গণমাধ্যমকে ধনশ্রী জানিয়েছিলেন, “আমাদের ছাত্র-শিক্ষিকার সম্পর্ক। গত এপ্রিলের ঘটনা। ইউটিউবে আমার নাচের ভিডিয়ো দেখে আমার সঙ্গে যোগাযোগ করে যুজি। লকডাউনে বেশ কিছু নতুন জিনিস শিখবে বলে ঠিক করে। তার মধ্যে নাচও ছিল। তারপর আমার কাছে ওর ক্লাস শুরু হয়। তারপর আমাদের ঘনিষ্ঠতা বাড়ে।”


সূত্রঃ স্পোর্টসজোন২৪