নানা ঘটন আর অঘটনে শেষ হতে চলল ২০২০ সাল। ক’রোনা ভাইরাসের প্রভাব পড়েছিল বিশ্ব ক্রিকেটে। অনেক আন্তর্জাতিক সূচিই বাতিল হয়েছে। এরই মধ্যে দুর্দান্ত কিছু টি-টোয়েন্টি মোকাবিলা দেখেছে ক্রিকেট বিশ্ব।
একই সঙ্গে ব্যাটসম্যানদের ঝকঝকে পারফরম্যান্স মুগ্ধ করেছে ক্রিকেট প্রেমীদের। তবে সব তরুণদের ছাপিয়ে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ৪০ বছর বয়সী হাফিজ। যেখানে রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছেন।
বছরের সবার পারফরম্যান্সের প্রেক্ষিতে চলতি বছরে এই ফরম্যাটে সবচয়ে বেশি রান এসেছে কোন কোন ক্রিকেটারের ব্যাট থেকে, তা দেখে নেওয়া যাক।
মোহাম্মদ হাফিজ
পাকিস্তানের সাবেক অধিনায়ক মহম্মদ হাফিজ তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছেন। ২০২০ সালে মাত্র আটটি টি-টোয়েন্টি ইনিংস খেলে ৪১৫ রান করেছেন হাফিজ। অপরাজিত ৯৯ তাঁর সর্বোচ্চ স্কোর।
লোকেশ রাহুল
শেষ হতে চলা ২০২০ সালে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে ৪০৪ টি-টোয়েন্টি রান হাঁকানো লোকেশ রাহুল তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। ২০২০ সালের আইপিএলে ৬৭০ রান করে তিনি অরেঞ্জ ক্যাচও জেতেন।
ডেভিড মালান
আইসিসি-এর টি-টোয়েন্টি ক্রম তালিকার শীর্ষ অবস্থান করা ইংল্যান্ড ওপেনার ডেভিড মালান। বছর শেষে রানের তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছেন। ২০২০ সালে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪৯.৬২-এর গড়ে ৩৯৭ রান করেছেন মালান। তাঁর সর্বোচ্চ স্কোর ৯৯।
টিম সেইফার্ট
তালিকার চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের টিম সেইফার্ট ২০২০ সালে টি-টোয়েন্টিতে ৩৫২ রান করেছেন। ১১টি ম্যাচ খেলে এই রান সংগ্রহ করেছেন কিউই। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮৪।
কামরান খান
ক্রিকেট বিশ্বে নবাগত কাতারের ব্যাটসম্যান কামরান খান তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছেন। ২০২০ সালে সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ৪৭.৮৫-এর গড়ে ৩৩৫ রান করেছেন কামরান। তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ১৩৫.০৮।
সূত্রঃ স্পোর্টসজোন২৪