দেখে নিন ২০২০ আইপিএলে কারা সবচেয়ে বেশি আয় করেছেন

ক্রিকেট দুনিয়া December 23, 2020 849
দেখে নিন ২০২০ আইপিএলে কারা সবচেয়ে বেশি আয় করেছেন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই বড় অংকের পারিশ্রমিক। সম্প্রতি শেষ যাওয়া আইপিএলেও ছিল অর্থের ছড়াছড়ি। তবে সকল ক্রিকেটার আইপিএলে সমান পারিশ্রমিক পান না।


একনজরে দেখে নেয়া যাক ২০২০ আইপিএলে কারা সবচেয়ে বেশি আয় করেছেন:


পারফরম্যান্সের দিক দিয়ে চলতি আইপিএলে অন্যতম ফ্লপ ব্যাটসম্যান ছিলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তবে এবারের আসরে ১০ কোটি ৭৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি। রয়েছেন এবারের আইপিএলে ধনী ক্রিকেটারদের তালিকার দশম স্থানে।


ম্যাক্সওয়েলের ঠিক ওপরে সমান উপার্জন করে একসঙ্গে অবস্থান করছেন ৪ ক্রিকেটার। তারা হলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া, কিংস ইলেভেন পাঞ্জাবের লোকেশ রাহুল, সানরাইজার্স হায়দরাবাদের মনিশ পান্ডে ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এবি ডি ভিলিয়ার্স। প্রত্যেকেই ত্রয়োদশ আইপিএল থেকে ১১ কোটি টাকা করে আয় করেছেন।


সাড়ে ১২ কোটি টাকা উপার্জন করে তালিকার পাঁচে আছেন রাজস্থান রয়্যালসের স্টিভ স্মিথ। তার সমান পারিশ্রমিক পেয়েছেন আরেক অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।


২০২০ আইপিএল থেকে সবচেয়ে বেশি আয় করা ক্রিকেটারদের প্রথম তিনজনই ভারতীয়। ১৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়ে তৃতীয় ধনী ক্রিকেটার মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তার সমান উপার্জন করেছেন চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিংহ ধোনি।


রোহিত এবং ধোনির চেয়ে চলতি আইপিএলে ২ কোটি টাকা বেশি উপার্জন করেছেন বিরাট কোহলি। তিনি মোট ১৭ কোটি টাকা পারিশ্রমিক পেয়ে আছেন তালিকার প্রথম স্থানে।


সূত্রঃ ডেইলি বাংলাদেশ