ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণ টি-টেন লীগের চতুর্থ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী জানুয়ারিতে। এর আগে আগামীকাল ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্লেয়ার ড্রাফটা। যেখানে নাম আছে টাইগার দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের।
প্লেয়ার ড্রাফটের আগের দিনে তথা আজ ব্যাটসম্যানদের নিয়ে একটি ছবি প্রকাশ করা হয়েছে টি-টেন লীগের অফিসিয়াল পেজে। যেখানে বড় করে ছাপানো হয়েছে টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ছবি। এই দুই টাইগার ছাড়াও ছবি আছেন, শ্রীলঙ্কার কুসণ পেরেরো, পাকিস্তানের হায়দার আলী, অস্ট্রেলিয়ার ক্রিস লিনের মতো তারকা ক্রিকেটার।
ক্যাপশনে তারা লিখেছে, ‘আগামীকাল (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় (আবু ধাবি সময়) আবু ধাবি টি-টেন লিগের চতুর্থ আসরের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদের মধ্যে কোন ব্যাটসম্যানকে আপনি আপনার দলের জন্য এই আসরে রাখবেন?’
উল্লেখ্য এবারের আসরে মোট ৮ টি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। যেখানে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবেন দলগুলো। ইতোমধ্যেই সবার আইকন ক্রিকেটারের নামও ঘোষণা করা হয়েছে। অনেক দলই ড্রাফটের বাইরে ক্রিকেটার দলে ভিড়িয়েছে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪