যে কারনে উইন্ডিজদের বিপক্ষে মাঠে নামার আগে স্বস্তিতে মুমিনুল

ক্রিকেট দুনিয়া December 22, 2020 707
যে কারনে উইন্ডিজদের বিপক্ষে মাঠে নামার আগে স্বস্তিতে মুমিনুল

করোনার কারণে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাহিরে বাংলাদেশ ক্রিকেট দল। এর মাঝে কেটে যায় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পালা মুমিনুলদের।


আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দীর্ঘদিন পর মাঠের পারফরম্যান্স নিয়ে চিন্তিত থাকলেও বড় স্বস্তিতে মুমিনুল। সেটার কারণ হচ্ছে সাকিব আল হাসান যে ফিরছেন এই সিরিজে। সেই সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের তকমাটা মাথায় না রেখে মাঠে নামতে চান মুমিনুল।


গণমাধ্যমকে মুমিনুল বলেন, “টেস্ট খেলতে গেলে আপনি টেস্ট চ্যাম্পিয়নশিপ চিন্তা করে খেলতে পারবেন না। করোনার পর বাংলাদেশে এই প্রথম খেলা শুরু হচ্ছে। আমরা যারা সুযোগ পাব তাদের সবাই দেখবেন ১০০ ভাগ দিয়ে ভালো করার চেষ্টা করবে।”


“ওইভাবে চিন্তা করলে আমরা টেস্ট সিরিজটা ভালোভাবে শেষ করতে পারব। টেস্ট চ্যাম্পিয়নশিপ চিন্তা করলে চাপ আসবে, আপনাদের প্রত্যাশা আসবে। অনেক নেতিবাচক বিষয় চলে আসবে। এসব চিন্তা না করে শুধু ভালো খেলার সুযোগটা কাজে লাগানোর চিন্তা করতে হবে।”– যোগ করেন তিনি।


এছাড়া সাকিব আল হাসানকে নিয়ে টেস্ট অধিনায়ক বলেন, “অবশ্যই তরুণ অধিনায়ক হিসেবে এটা (সাকিবের ফেরা) আমার জন্য স্বস্তির বিষয়। সাকিব থাকলে দলে ভালো ভারসাম্য তৈরি হয়। ভালো দিক আমাদের জন্য। অনেক অভিজ্ঞ ক্রিকেটার, চ্যাম্পিয়ন ক্রিকেটার।”


সূত্রঃ স্পোর্টসজোন২৪