মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে দারুণ জয়ে হোয়াইটওয়াশ এড়ালো পাকিস্তান। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে পাকিস্তানের। শেষ ম্যাচে ৪ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করলো পাকিস্তান।
১৭৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে পাকিস্তানকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার রিজওয়ান এবং হাইদার আলী। দুজনে যোগ করেন ৪০ রান। হাইদার ১১ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন রিজওয়ান।
দ্বিতীয় উইকেটে মোহাম্মদ হাফিজকে নিয়ে তিনি যোগ করেন ৬২ রান। হাফিজ ওয়ান ডাউনে নেমে ২৯ বলে ৪১ রানের ইনিংস খেলেন। এরপর বেশিক্ষণ টিকতে পারননি খুশদিল শাহ। তিনি মাত্র ১৩ রান করে ফিরে গেছেন।
শেষ দিকে টানা দুই বলে দুই উইকেট তুলে নিয়ে কিছুটা উত্তেজনা ছড়ান টিম সাউদি। শেষ ওভারে ৫৯ বলে ৮৯ রান করা রিজওয়ানকে সাজঘরে ফেরান কাইল জ্যামিসন।
এরপর ইফতেখার আহমেদ ২০ তম ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেন। নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন স্কট কুজ্ঞেলেইন এবং টিম সাউদি। একটি উইকেট নিয়েছেন জেমস নিশাম এবং জ্যামিসন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ের ৪৫ বলে ৬৩ আর টিম সেইফার্টের ২০ বলে ৩৫ রানে ভর করে বড় রানের পথেই যাচ্ছিল নিউজিল্যান্ড।
মিডল অর্ডারে গ্লেন ফিলিপস ২০ বলে ৩১ রান করলে বড় সংগ্রহ পেতে আর সমস্যা হয়নি নিউজিল্যান্ডের। পাকিস্তানের হয়ে একাই ৩ উইকেট নেন ফাহিম আশরাফ। আর ২টি করে উইকেট নেন শাহীন আফ্রিদি এবং হারিস রউফ।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ১৭৩/৭ (ওভার ২০) (ডেভন কনওয়ে ৬৩, টিম সেইফার্ট ৩৫, গ্লেন ফিলিপস ৩১, ফাহিম আশরাফ ৩/২০)
পাকিস্তান : ১৭৭/৬ (ওভার ১৯.৪) (মোহাম্মদ রিজওয়ান ৮৯, মোহাম্মদ হাফিজ ৪১, টিম সাউদি ২/২৫)।
সূত্রঃ ক্রিকফ্রেন্জি