অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দীর্ঘদিন পর বিসিবি প্রেসিডেন্ট কাপের পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে দারুন প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে ২টি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ জানুয়ারি ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল।
সূচি অনুযায়ী আগামী ২০ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে। এরপর ২২ ও ২৫ জানুয়ারি সিরিজের বাকি দুই ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। এরপর ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।
তবে বসে থাকবে না বাংলাদেশের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ডে পাড়ি জমাবে ক্রিকেটাররা। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নিউজিল্যান্ড যাবে জাতীয় দল।
সেখানে দুই দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ মার্চ। দুই দলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ মার্চ এবং তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ মার্চ। প্রথম এবং তৃতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে ভোর ৪:০০টায়। দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে সকাল ৭ :০০টায়।
এরপর স্বাগতিকদের সাথে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৩ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ২৬ মার্চ দ্বিতীয় এবং ২৮ মার্চ অনুষ্ঠিত হবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম এবং দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর ১২:০০ টায়। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল ৭:০০ টায়।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট