মনোবিজ্ঞানী ও ডাক্তার নিয়ে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকেট দুনিয়া December 21, 2020 819
মনোবিজ্ঞানী ও ডাক্তার নিয়ে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ

আগামী বছরের শুরুতে বাংলাদেশে খেলতে আসছে উইন্ডিজ। সূচি অনুযায়ী জানুয়ারিতে ঢাকায় পা রাখবে ক্যারিবিয়ানরা। ১০ জানুয়ারি বাংলাদেশে আসবে তারা। এরপর ১৮ জানুয়ারি বিকেএসপিতে খেলবে একটি একদিনের প্রস্তুতি ম্যাচ। আসন্ন এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে ইতোমধ্যে। ২০ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলবে ক্যারিবিয়ানরা।


আসন্ন বাংলাদেশ সফরে উইন্ডিজ দলের সঙ্গে থাকবেন একজন মনোবিজ্ঞানী এবং একজন ডাক্তার। সেই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করার জন্য দলটির সঙ্গে বাংলাদেশে আসবে সিকিউরিটি এবং সেফটি ম্যানেজার পল স্লোওয়ে। কদিন আগেই তিনি প্রধিনিধি দলের সঙ্গে বাংলাদেশ সফর করে গেছেন।


সূত্রঃ এসএনপি স্পোর্টস