যে দুজনকে অবসর নেওয়ার পিছনে দায়ী করলেন আমির

ক্রিকেট দুনিয়া December 21, 2020 1,298
যে দুজনকে অবসর নেওয়ার পিছনে দায়ী করলেন আমির

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর বিষোদগার করে বয়স ও ফিটনেস থাকতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলেছেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির।পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট মানসিক অত্যাচার আর সহ্য করতে পারছেন বলে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন ২৮ বছর বয়সী এই সিমার।


এবার টিম ম্যানেজমেন্টের দুই কোচকে ধুয়ে দিলেন আমির। নিজের অবসরের পেছনে সরাসরি অভিযোগের আঙ্গুল তুললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও কোচ মিসবাহ-উল হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনুসের দিকে।


নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক বক্তব্যে মোহাম্মদ আমির অভিযোগে তুলে বলেন, “এই লোকেরা ধীরে ধীরে অন্যদের মনে বিষ ঢুকিয়ে দিচ্ছিল এটা বলে যে, আমি টি-টোয়েন্টি লিগগুলো খেলে অর্থ উপার্জন করতে চাই বলে আর টেস্ট খেলতে চাইছিলাম না।


তারা বলছিল, আমার পেছনে সব ধরনের বিনিয়োগ সত্ত্বেও আমি দলকে হতাশ করেছিলাম। তারা আমার ইমেজের ক্ষতি করার চেষ্টা করেছিল। আপনার ইমেজ তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়।”


“নিউ জিল্যান্ডের জন্য ৩৫ জনের দলে থাকতে না পেরে আমার অবশ্যই কষ্ট হয়েছে। যদি আমি লিগেই খেলতে চাইতাম, তাহলে বাদ পড়ার পর নিশ্চিত কষ্ট পেতাম না কিংবা প্রতিক্রিয়া দেখাতাম না।”– যোগ করেন তিনি। - স্পোর্টসজোন২৪