টি-টেন লীগে আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন গেইল-আফ্রিদি

ক্রিকেট দুনিয়া December 21, 2020 1,680
টি-টেন লীগে আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন গেইল-আফ্রিদি

জানুয়ারিতে বসতে যাচ্ছে টি-টেন লিগের এবারের আসর। টুর্নামেন্টকে সামনে রেখে দল গুছানো শুরু করেছে দলগুলো। তারকায় ভরপুর টুর্নামেন্টে দলগুলোর আইকন ক্রিকেটার হচ্ছেন তারকা ক্রিকেটাররা।


এবার পৃথক দুই দলের আইকন ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন টি-টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইল ও পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি।


টি-টেন লিগে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে আইকন ক্রিকেটার হিসেবে নিয়েছে কালান্দার্স। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালনাদার্স ফ্র্যাঞ্চাইজি কালান্দার্স।


কালান্দার্সের প্রধান নির্বাহী সামিন রানা এক বিবৃতিতে আফ্রিদিকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আফ্রিদি একজন অভিজ্ঞ ও দুর্দান্ত ক্রিকেটার। তাকে পুনরায় আইকন হিসেবে পেয়ে কালান্দার্স পরিবার গর্বিত।’


অন্যদিকে আবুধাবির আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল। এক ভিডিও বিষয়টি নিশ্চিত করেন গেইল নিজেই। টি-টেন লিগের অফিসিয়াল ফেসবুক পেইজে ভিডিওটি দেওয়া হয়।


টি-টেন লিগে ঝড়ের আভাসও দিয়ে গেইল বলেন, “টিম আবু ধাবি, কী অবস্থা? এই যে দ্য ইউনিভার্সাল বস গেইল চলে এসেছে। টি-১০ এ যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি। শীঘ্রই দেখা হবে। আবুধাবি, গেইল ঝড় আসছে তোমার কাছে!”


আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৮ জানুয়ারি থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪