ফেব্রুয়ারিতেই নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা

ক্রিকেট দুনিয়া December 20, 2020 1,301
ফেব্রুয়ারিতেই নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা

দীর্ঘ প্রায় এক বছর পর অবশেষে ব্যস্ত সুচিতে রাখতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এত টাই ব্যস্ত যে আগামী বছর নিশ্বাস নেওয়ার সময় পাবে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ মাসে কমপক্ষে ১০ -১১ টি আন্তর্জাতিক সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যার প্রথমটি শুরু হবে জানুয়ারি মাস দিয়ে।


সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারিতে টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। এদিকে টাইগার ভক্তদের জন্য আরো ভালো খবর রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করেই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইতিমধ্যে এই সিরিজের জন্য চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।


আগামী ফেব্রুয়ারি শেষ সপ্তাহে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সংবাদমাধ্যমকে এই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।


আকরাম খান বলেন, ‘নিউজিল্যান্ড সফরে যে আমরা যাচ্ছি সেটা নিশ্চিত। সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা আগে সেখানে যাওয়া যায়। তাতে ওদের আবহাওয়ার সঙ্গেও কিছুটা মানিয়ে নেয়া যাবে। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে স্থগিত হওয়া সিরিজটি, আগামী বছর কোন এক সময়ে আয়োজনে লঙ্কান বোর্ডের সঙ্গে আলোচনা করছে বিসিবি।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪