বঙ্গবন্ধু টি-২০ কাপে ব্যাট হাতে নৈপুণ্য দেখিয়েছেন লিটন দাস। মাঝারি মানের স্ট্রাইক রেটে ১০ ম্যাচে তার সংগ্রহ ৩৯৩। ৩২৪ রান করে তার পর আছেন তামিম। তবে টি-২০ সুলভ না হওয়ায় আসর জুড়ে তার ব্যাটিং ছিলো কিছুটা বিরক্তিকর। বিপরীতে নাজমুল হোসেন শান্তর ১৫৭ স্ট্রাইক রেটে তোলা ৩০১ রানে ছিলো খুনে মেজাজ।
চতুর্থ স্থানে আছে ঢাকার ইয়াসির আলী। ৯ ম্যাচ খেলে ২৯৪ রান করেন তিনি। যেখানে তার গড়, ৩৬.৭৫! সেই সাথে সৌম্য সরকার করেন ২৯২ রান। আর ১১ ম্যাচ খেলেই ২৯.২ গড়ে ৫ নম্বরে আছেন।
• এক নজরে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যানদের তালিকা-
১। লিটন দাস (গাজী গ্রুপ চট্টগ্রাম): ১০ ইনিংসে ৩৯৩ রান, গড়: ৪৯.১২।
২। তামিম ইকবাল (ফরচুন বরিশাল): ৯ ইনিংসে ৩২৪ রান, গড়: ৪০.৫।
৩। নাজমুল হোসেন শান্ত (মিনিস্টার রাজশাহী): ৮ ইনিংসে ৩০১ রান, গড়: ৩৭.৬২।
৪। ইয়াসির আলী (বেক্সিমকো ঢাকা): ৯ ইনিংসে ২৯৪ রান, গড় : ৩৬.৭৫।
৫। সৌম্য সরকার (গাজী গ্রুপ চট্টগ্রাম): ১১ ইনিংসে ২৯২ রান, গড়: ২৯.২।
৬। মুশফিকুর রহিম (বেক্সিমকো ঢাকা): ১০ ইনিংসে ২৮৭ রান, গড়: ৩৫.৮৭।
৭। মাহমুদউল্লাহ রিয়াদ (জেমকন খুলনা): ১০ ইনিংসে ২৭৪ রান, গড়: ৩৪.২৫।
৮। মোহাম্মদ নাঈম শেখ (বেক্সিমকো ঢাকা): ১০ ইনিংসে ২৬০ রান, গড়: ২৬.০০।
৯। জহুরুল ইসলাম (জেমকন খুলনা): ১০ ইনিংসে ২৫৪ রান, গড়: ২৫.৪০।
১০। পারভেজ হোসেন ইমন (ফরচুন বরিশাল): ৯ ইনিংসে ২৩৩ রান, গড়: ২৯.১২।
সূত্রঃ স্পোর্টসজোন২৪