অধিনায়কত্ব ছাড়লেও ওয়ানডে থেকে অবসর নেননি মাশরাফী বিন মোর্ত্তজা। স্বাভাবিকভাবেই সবার কৌতূহল, জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে অভিজ্ঞ পেসার জাতীয় দলে থাকবেন কিনা! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বল ঠেলে দিয়েছেন নির্বাচকদের কোর্টে।
শুক্রবার মিরপুরে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফাইনালে ইনিংস বিরতির ফাঁকে নাজমুল হাসান সাংবাদিকদের বললেন, ‘হতে পারে, এটা নির্বাচকদের উপরে। এই মুহূর্তে বলা মুশকিল। ওকে(মাশরাফী) তো কেউ বাদ দিচ্ছে না।’
মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফী দায়িত্ব ছাড়েন। তার জায়গায় নেতৃত্ব দেয়া হয় তামিম ইকবালকে। করোনাভাইরাসের কারণে পরে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ।
১০ মাস অপেক্ষার পর আগামী ২০ জানুয়ারি ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তন ঘটবে টাইগারদের।
সূত্রঃ চ্যানেল আই অনলাইন