শ্বাসরুদ্ধকর ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে ‘চ্যাম্পিয়ন’ হলো খুলনা

ক্রিকেট দুনিয়া December 18, 2020 1,683
শ্বাসরুদ্ধকর ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে ‘চ্যাম্পিয়ন’ হলো খুলনা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে (১৮ ডিসেম্বর) গাজী গ্রুপ চট্টগ্রামকে রানে উড়িয়ে দিয়েছে জেমকন খুলনা। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৫ রানে জয় তুলে নেয় খুলনা।


জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে লিটন দাস ও সৌম্য সরকার দেখেশুনে শুরু করলেও দলীয় ২৬ রানে ১০ বলে ১২ রান করে ফিরেন সৌম্য সরকার। ব্যর্থ ছিলেন অধিনায়ক মিঠুন আলী। ৭ রান করে ফিরেন তিনি।


এদিন আর বড় ইনিংস খেলতে পারেনি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন কুমার দাস। ২৩ বলে ২৩ রান করে রান আউটে কাটা পড়েন তিনি। মারকুটে ব্যাট চালাতে পারেনি শামসুর রহমানও। ২১ বলে ২৩ রান করে ফিরেন তিনি।


তবে একাপাশ থেকে ধীরগতির ব্যাট করে অর্ধশতক পূর্ণ করেন সৈকত আলী। ফিফটি হাঁকালেও দলকে জেতাতে পারেননি সৈকত আলী ও মোসাদ্দেক হোসেন সৈকত। চট্টগ্রামের শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান। কিন্তু দু’জনে মিলে নেন ১০ রান। ফলে ৫ রানে হেরে শিরোপা জেতা হয়নি আসরে দুর্দান্ত খেলতে থাকা দলটির। ৪ ছক্কায় ৪৫ বলে ৫৩ রান করেন সৈকত আলী।


এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়ে বসে খুলনা। নাহিদের করা ইনিংসের প্রথম বলেই ফিরেন গত ম্যাচে দারুণ খেলা জহুরুল ইসলাম। সেই ধাক্কা সামাল দেওয়ার আগেই সেই নাহিদুলের দ্বিতীয় শিকার হয়ে ফিরেন ইমরুল কায়েস( ৮ বলে ৮)।


এরপর আরিফুলকে নিয়ে ২২ রানের জুটি গড়তেই ১ ছক্কা ও ৩ চারে ২০ বলে ২৫ রান করে মোসাদ্দেকের বলে ফিরেন ওপেনার জাকির। তারপর আরিফকে নিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ ৪৩ রানের জুটি গড়তেই ২৩ বলে ২১ রান করে ফিরেন আরিফুল।


দলীয় ৮৩ রানে খুলনা ৪ উইকেট হারালে শুভাগতকে নিয়ে ৩৪ রানের জুটি গড়েন রিয়াদ। ১৫ রান করে শুভাগত ফিরলে প্রথম বলেই রান আউট হয়ে ফিরেন শামিম হোসেনও। তবে একপাশ থেকে দারুণ খেলতে থাকেন মাহমুদউল্লাহ হাঁকান অর্ধশতক। সৌম্যর শেষ ওভারে ১৭ রান নিয়ে দলকে ১৫৫ রান এনে দেন রিয়াদ। অপরাজিত মাহমুদউল্লাহ খেলেন ২ ছক্কা ও ৮ চারে ৪৮ বলে ৭০ রানের ইনিংস।


সংক্ষিপ্ত স্কোর

জেমকন খুলনা : ১৫৫/৭(২০)

মাহমুদউল্লাহ ৭০(৪৮)* জাকির ২৫(২০)

নাহিদুল ২/১৯, শরিফুল ২/৩৩


গাজী গ্রুপ চট্টগ্রাম: ১৫০/৬(২০)

সৈকত ৫৩(৪৫), লিটন ২৩(২৩)

শহীদুল ২/৩৩, আল-আমীন ১/১৯


ফলাফলঃ ৫ রানে জয়ী জেমকন খুলনা।


সূত্রঃ স্পোর্টসজোন২৪