অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন আমির

ক্রিকেট দুনিয়া December 17, 2020 2,744
অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন আমির

অভিমান করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির। পাকিস্তানের নিউজিল্যান্ড সফরের দলে জায়গা না পেয়ে টিম ম্যানেজমেন্টের প্রতি অভিমান করেই এই সিদ্ধান্ত নিলেন ২৮ বছর বয়সী এই পেসার। যদিও তিনি টি২০ এবং ওয়ানডেতে মনযোগি হতে অনেক আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন।


শোয়াইব জাট নামে এক সাংবাদিককে দেয়া সাক্ষাতকারে আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানান আমির। আমির বলেন, “আমি ক্রিকেট থেকে দূরে যাচ্ছিনা। আপনি যদি দেখেন, নিউজিল্যান্ডের ৩৫ সদস্যের প্রথমিক দলে আমার জায়গা হয়নি। জাতীয় দলে না হলেও যদি অন্তত ৩৫ সদস্যের দলেও জায়গা পেতাম, তবুও আমি অবসরের চিন্তা করতাম না।”


পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট তাকে বিভিন্ন সময় ধরে মানষিকভাবে নির্যাতন করে আসছেন বলেও উল্লেখ করেন আমির, “সত্যি বলতে মনে হয়না আমি এই টিম ম্যানেজম্যান্টের অধিনে খেলতে পারবো। আমি ক্রিকেট ত্যাগ করছি কারন তারা (পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট) আমাকে রিতিমত নির্যাতন করে চলেছে।


আমি এটা সহ্য করতে পারছি না। আমাকে বারবার শুনতে হয়েছে যে পিসিবি আমার জন্য অনেক বেশি বিনিয়োগ করেছে, আমি শহীদ আফ্রিদির প্রতি কৃতজ্ঞ কারণ তিনি নিষেধাজ্ঞার পরে ফিরে আসায় আমাকে সুযোগ দিয়েছিলেন”


“প্রত্যেকেই নিজের দেশের হয়ে খেলতে চায়, তারা কেবল এই বলেই চলেছে যে, আমি অন্যান্য লিগের জন্য টেস্ট ক্রিকেট ছেড়েছি, বিপিএলের মাধ্যমে আমি প্রত্যাবর্তন করেছি নিষেধাজ্ঞার পর। যদি আমি লিগের জন্য টেস্ট ছাড়তাম তবে আমি বলে দিতাম, আমি খেলতে চাই না পাকিস্তানের হয়ে, আমির যোগ করেন।”


২০০৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ ক্রিকেট দিয়ে অভিষেক হয় আমিরের। অত্যান্ত প্রতিভা নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব হয়েছিল আমিরের। যদিও ১১ বছরের ক্যারিয়ারে অনেক চড়াই উতরাই দেখে ফেলেছেন আমির। ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ ছিলেন ৫ বছর। নিষেধাজ্ঞা শেষে ফিরে পাকিস্তানের হয়ে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন তিনি।


আমির তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩০ টি টেস্ট, ৬১ ওয়ানডে এবং ৫০ টি টি-টোয়েন্টি খেলে তিন ফরম্যাটে যথাক্রমে ১১৯, ৮১ এবং ৫৯ উইকেট অর্জন করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের হয়ে শেষ ম্যাচ খেলেছেন এই বছরের আগস্টে।


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি