গলকে উড়িয়ে দিয়ে এলপিএলের শিরোপা জিতলো জাফনা

ক্রিকেট দুনিয়া December 17, 2020 810
গলকে উড়িয়ে দিয়ে এলপিএলের শিরোপা জিতলো জাফনা

প্রথমবারের মতো অনুষ্ঠিত লঙ্কা প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে জাফনা স্ট্যালিয়ন্স। বুধবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত ফাইনালে শোয়েব মালিকের অলরাউন্ডিং পারফরম্যান্সে ভর করে গল গ্ল্যাডিয়েটর্সকে ৫৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাফনা।


ফাইনালে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জাফনা। দুই ওপেনারের ৪৪ রানের জুটিতে দারুণ সূচনা আসে। আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা জনসন চার্লস ২৬(১৫) রানে বিদায় নিলে ভাঙে জুটি। আরেক ওপেনার আভিষকা ফার্নান্দো করেন ২৭(২৩) রান।


পুরোঁ আসরে খুব ভালো পারফর্ম করতে না পারলেও ফাইনালে দারুণ ব্যাটিং করেছেন শোয়েব মালিক। ৩৫ বলে ৪৬ রানের দারুণ ইনিংস উপহার দেন। এরপর শেষদিকে থিসারা পেরেরার ১৪ বলে অপরাজিত ৩৯ রানের ঝড়ে ৬ উইকেটে ১৮৮ রানের বিশাল সংগ্রহ পায় জাফনা।


জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৩ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় গল। পুরো আসরে দারুণ পারফর্ম করা গুনাথিলাকা রান আউট হয়ে ১ রানেই ফেরেন। চাপের মধ্যেও ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন অধিনায়ক রাজাপাকসে।


যদিও সেই ঝড় স্থায়ী হতে দেননি শোয়েব মালিক। ইনিংসের নবম ওভারে মালিকের বলে উসমান শেনওয়ারির হাতে ক্যাচ তুলে দেন রাজাপাকসে। ফেরার আগে করেন ১৭ বলে ৩৯ রান। এরপর কেবল কিছু রান করেছেন আজম খান। জীবন পেয়েও ১৭ বলে ৩৬ রানের বেশি করতে পারেননি আজম। শেষপর্যন্ত ৯ উইকেটে ১৩৫ রানে থামে গল।


ব্যাট হাতে দারুণ ইনিংসের পর বল হাতেও ২ উইকেট নেন শোয়েব মালিক। উসমান শেনওয়ারিও নেন ২ উইকেট।


সংক্ষিপ্ত স্কোর:

জাফনা স্ট্যালিয়নস ১৮৮/৬(২০)

শোয়েব মালিক ৪৬(৩৫), থিসারা পেরেরা ৩৯(১৪)*,

লাকসান ৩/৩৬


গল গ্ল্যাডিয়েটর্স ১৩৫/৯(২০)

রাজাপাকসে ৪০(১৭), আজম খান ৩৬(১৭)

শোয়েব মালিক ২/১৩, শেনওয়ারি ২/২০


ফলাফল: জাফনা স্ট্যালিয়নস ৫৩ রানে জিতে চ্যাম্পিয়ন।


ম্যাচ সেরা: শোয়েব মালিক


সিরিজ সেরা: ওয়াহিন্দু হাসারাঙা(১৭ উইকেট)।


সূত্রঃ স্পোর্টসজোন২৪