ক’রোনা মহামারি শুরু হওয়ার পর এখনো আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেনি বাংলাদেশ। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সূচি অনুযায়ী জানুয়ারিতে সিরিজটি আয়োজনের সূচি রয়েছে। দুই বোর্ডের মধ্যে আলাপ-আলোচনা শেষে সিরিজে চূড়ান্ত হয়েছে।
ক্যারিবিয়ানদের বাংলাদেশ সফর শুরু হবে ২০ জানুয়ারি। আর শেষ হবে ১৫ ফেব্রুয়ারী। সেক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহে আসবে উইন্ডিজরা। এর মধ্যে আসন্ন এই সিরিজে দুটি টেস্ট ও ৩ ওয়ানডে সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও সফর সংক্ষিপ্ত করতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগ্রহী নয় ক্যারিবিয়ানরা।
তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের কথা থাকলেও ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে কমানো হয়েছে একটি টেস্ট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে এই সিরিজের ম্যাচগুলো।
ক্যারিবীয়দের আসন্ন এই সফর নিয়ে বেশ কিছুদিন ধরেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছিল বিসিবি। ডব্লিউআইসিবিকে বেশ কিছু তথ্য দিয়েছিল বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থাটি। বিসিবির দেয়া তথ্য মতেই তারা সফর করার সিদ্ধান্ত জানিয়েছে।
কদিন আগে ওয়েস্ট ইন্ডিজের পর্যবেক্ষক একটি দলও এসে সবকিছু দেখে সন্তুষ্টি জানিয়েছিলেন। আর তাতেই সফর চূড়ান্ত করেছে তারা। বাংলাদেশ সফরে এসে এক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ দলকে। তবে এই সময় তারা অনুশীলন করতে পারবে।
• এক নজরে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি
১০ জানুয়ারি, ২০২১ : বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল।
১৮ জানুয়ারি, ২০২১: ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ, ভেন্যু: বিকেএসপি, সাভার।
২০ জানুয়ারি, ২০২১: প্রথম ওয়ানডে, ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
২২ জানুয়ারি, ২০২১: দ্বিতীয় ওয়ানডে, ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
২৫ জানুয়ারি, ২০২১: তৃতীয় ওয়ানডে, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
২৮-৩১ জানুয়ারি, ২০২১: চারদিনের প্রস্তুতি ম্যাচ, ভেন্যু: এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম।
৩-৭ ফেব্রুয়ারি, ২০২১: প্রথম টেস্ট, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
১১-১৫ ফেব্রুয়ারি, ২০২১- দ্বিতীয় টেস্ট, ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
সূত্রঃ স্পোর্টসজোন২৪