চট্টগ্রামকে হারিয়ে বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনালে উঠেছে জেমকন খুলনা। কোয়ালিফায়ার ম্যাচটিতে চট্টগ্রামকে হারাতে ব্যাটে-বলে দারুণ ভুমিকা ছিল দলের অন্যতম সুপারস্টার সাকিব আল হাসানের। কিন্তু এই তারকা অলরাউন্ডারকে ফাইনালে পাচ্ছেনা খুলনা। পারিবারিক সদস্যের অসুস্থতার কারণে আমেরিকা যাবেন সাকিব। যেকারণে মাহমুদউল্লাহ এই তারকাকে পাচ্ছেনা ফাইনালে।
জানা গেছে, সাকিব আল হাসানের শশুর মমতাজ উদ্দিন সরকার আমেরিকায় গুরুত্বর অসুস্থ হয়েছেন। আর তার পাশে থাকতেই আমেরিকায় উড়াল দিতে হচ্ছে সাকিবকে। যেকারণে গতকাল প্রথম কোয়ালিফায়ার ম্যাচ শেষে খুলনা দল তথা বায়ো বাবল সিকিউরিটি ভেঙো টিম হোটেল ছাড়েন সাকিব।
এ ব্যাপারো জেমকন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল ক্রিকেট বিষয়ক এক ওয়েবসাইটকে বলেন, ‘সাকিবকে আমরা ফাইনাল ম্যাচে পাচ্ছি না। সাকিবের শ্বশুরের শরীর খুবই খারাপ। ভীষণ অসুস্থ তিনি। এজন্য সাকিব আমেরিকা চলে যাচ্ছে। গতকাল ম্যাচের পর রাতেই হোটেল ছেড়েছে।’
উল্লেখ্য, একবছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়েই আবারো ক্রিকেটে ফিরেছিলেন সাকিব। এই টুর্নামেন্টে সর্বোচ্চ মূল্য ১৫ লাখ টাকা দিয়ে সাকিবকে দলে ভিড়িয়েছির জেমকন খুলনা। তবে আফফসোসের বিষয়, দলের সেরা তারকাকে ছাড়াই ফাইনালে নামতে হচ্ছে মাহমুদউল্লাহর দলকে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪