ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার দশক সেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স করে যাওয়া ক্রিকেটারদের মধ্য থেকেই সেরাদের নিয়ে দল বাছাই করেছেন ভারতের সাবেক এ ক্রিকেটার।
আকাশ চোপড়ার দলে জায়গা পেয়েছেন চার ভারতীয়। ভারতকে দুটি বিশ্বকাপ ট্রফি উপহার দেয়া মহেন্দ্র সিং ধোনিকেই দশক সেরা ওয়ানডে দলের নেতৃত্বে রেখেছেন আকাশ চোপড়া। তার দলে রয়েছেন আরও তিন ভারতীয়-বিরাট কোহলি, রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরাহ।
দক্ষিণ আফ্রিকা থেকে সুযোগ পেয়েছেন এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা ও ইমরান তাহির। পাকিস্তান ও শ্রীলংকা থেকে সুযোগ পেয়েছেন মোহাম্মদ হাফিজ ও লাসিথ মালিঙ্গা। জায়গা পাননি শহীদ আফ্রিদির মতো তারকা অলরাউন্ডার।
আকাশ চোপড়ার দশক সেরা ওয়ানডে দলে জায়গা হয়নি ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবুয়ের কোনো ক্রিকেটারের।
আকাশ চোপড়ার দশক সেরা ওয়ানডে দল: রোহিত শর্মা, হাশিম আমলা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ হাফিজ, লাসিথ মালিঙ্গা, মিচেল স্টার্ক, জাসপ্রিত বুমরাহ, ইমরান তাহির।
সূত্রঃ যুগান্তর অনলাইন