বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্ভাব্য সময়সূচী

ক্রিকেট দুনিয়া December 14, 2020 1,746
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্ভাব্য সময়সূচী

দীর্ঘ ১০ মাসের অপেক্ষার পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারিতে টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল।


তবে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং ২ টি-টোয়েন্টি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু করোনাভাইরাস পাল্টে দিয়েছে সব হিসাব-নিকাশ।


তাই বাদ দেয়া হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। এছাড়াও বাদ দেওয়া হতে পারে একটি টেস্ট ম্যাচ। ইতিমধ্যেই এই সিরিজ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সবুজ সংকেত দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দুই বোর্ড ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে সফরসূচী।


সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ জানুয়ারি ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। ১৩ জানুয়ারির মধ্যে একাধিকবার করোনা টেস্ট করানো হবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের ক্রিকেটারদের। নেগেটিভ ক্রিকেটারদের নিয়ে ১৩ জানুয়ারি থেকেই অনুশিলনে নেমে পড়বে ওয়েস্ট ইন্ডিজ দল।


এরপর ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে এই সিরিজ। সবকিছু ঠিকঠাক থাকলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি। এরপর একই স্টেডিয়ামে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।


এরপর ২৩ জানুয়ারি চট্টগ্রাম যাবে দুই দল। চট্টগ্রামে ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে শেষ এবং তৃতীয় ওয়ানডে ম্যাচ। তিন ম্যাচের টেস্ট সিরিজের পরিবর্তে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।


আর সেটা যদি হয় তাহলে ২৯ জানুয়ারি চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ৫ ফেব্রুয়ারি। এরপর ১০ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল।


• বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সম্ভাব্য সময়সূচী


ওয়ানডে সিরিজ

প্রথম ওয়ানডে : ২০ জানুয়ারি, মিরপুর

দ্বিতীয় ওয়ানডে : ২২ জানুয়ারি, মিরপুর

তৃতীয় ওয়ানডে : ২৫ জানুয়ারি, মিরপুর


টেস্ট সিরিজ

প্রথম টেস্ট : ২৯ জানুয়ারি – ২ ফেব্রুয়ারি, চট্টগ্রাম

দ্বিতীয় টেস্ট : ৫-৯ ফেব্রুয়ারি, মিরপুর


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট