প্রথম টেস্টে ইনিংসে জিতেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টেও ইনিংস ও ১২ রানে জয় পেয়েছে কিউয়িরা। তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে পিছিয়ে ছিল ৮৫ রানে, হাতে ছিল ৪ উইকেট। কিন্তু আজ চতুর্থ দিনে এসে ৭২ রান করতেই চার উইকেট হারায় সফরকারীরা। এতে দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে জিতে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড।
প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড তুলেছিল ৪৬০ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৩১ রানে। ৩২৯ রানের ঘাটতি মাথায় নিয়ে ফলো অনে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
গতকাল ৬ উইকেটে ক্যারিবিয়ানদের সংগ্রহ ২৪৪ রান। অধিনায়ক জেসন হোল্ডারের ও জোসুয়া দা সিলভার সপ্তম উইকেট জুটিতে ইনিংস হার এড়ানোর সম্ভাবনা দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দু’জনে ৮২ রানের জুটি গড়লেই ৬১ রানে ফিরেন হোল্ডার। এরপর আর কেউ দাঁড়াতে পারেনি। সিলভা করেন ৫৭ রান এবং ওপেনার ক্যাম্পবেল করেন ৬৮ রান।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ( প্রথম ইনিংস) ৪৬০/১০(১১৪)
নিকোলাস ১৭৪, ওয়াগনার ৬৬*
গ্যাভ্রিয়েল ৩/৯৩, জোসেফ ৩/১০৯
ওয়েস্ট ইন্ডিজ ( প্রথম ইনিংস) ১৩১/১০(৫৬.৪)
ব্ল্যাকউড ৬৯, ক্যাম্পবেল ১৪
সাউদি ৫/৩২, জেমিসন ৫/৩৪
ওয়েস্ট ইন্ডিজ ( দ্বিতীয় ইনিংস) ৩১৭/১০(৭৯.১)
ক্যাম্পবেল ৬৮, হোল্ডার ৬১
ওয়াগনার ৩/৫৪, বোল্ট ৩/৯৬
ফলাফল: ১২ রান ও ইনিংস ব্যবধানে জয়ী নিউজিল্যান্ড।
সূত্রঃ স্পোর্টসজোন২৪