লিগ পর্ব শেষ। এবার প্লে-অফের লড়াই। ধীরে ধীরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আসলে শেষের অপেক্ষায়। বা বলা যেতে পারে চ্যাম্পিয়ন দল, সেরা ব্যাটসম্যান ও বোলার খোঁজে নেওয়ার অপেক্ষায়।
পাঁচ দলের এই আসরের লিগ পর্ব শেষ হয়েছে শনিবার। মিনিস্টার গ্রুপ রাজশাহী দুর্ভাগা দল, যারা একমাত্র দল হিসেবে বাদ পড়েছে। ৮ ম্যাচে মাত্র ২টিতে জিতেছিল দলটি।
একদিন বিরতি দিয়ে সোমবারই শুরু হচ্ছে প্লে-অফের লড়াই। এর আগে দেখে নেওয়া যাক গ্রুপ পর্বশেষে সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকায় জায়গা করে নিয়েছেন যারা।
• সর্বোচ্চ ৫ রান সংগ্রাহক
১।লিটন দাস ( গাজী গ্রুপ চট্টগ্রাম)
ম্যাচ ৭, রান ৩০৬, গড় ৬১.২, স্টাইক রেট ১২৫.৪০, হাফ সেঞ্চুরি ৩, বেস্ট ৭৮*, চার ৩৩ ছক্কা ৪।
২। তামিম ইকবাল (ফরচুন বরিশাল)
ম্যাচ ৮, রান ৩০২, গড় ৪৩.১৪, স্টাইক রেট ১১৯.৩৬, হাফ সেঞ্চুরি ২, বেস্ট ৭৭*, চার ৩৩, ছক্কা ৭.।
৩। নাজমুল হোসেন শান্ত (মিনিস্টার গ্রুপ রাজশাহী)
ম্যাচ ৮, রান ৩০১ গড় ৩৭.৬২, স্টাইক রেট ১৫৬.৭৭, হাফ সেঞ্চুরি ২, সেঞ্চুরি ১, বেস্ট ১০৯, চার ২২, ছক্কা ২১।
৪। সৌম্য সরকার (গাজী গ্রুপ চট্টগ্রাম)
ম্যাচ ৮, রান ২৫৩, গড় ৩৬.১৪, স্টাইক রেট ১২৭.৭৭, হাফ সেঞ্চুরি ২, বেস্ট ৬৩, চার ২৪, ছক্কা ১১।
৫। নাঈম শেখ (বেক্সিমকো ঢাকা)
ম্যাচ ৮, রান ২৪৩, গড় ৩০.৩৭, স্টাইক রেট ১৩৯.৬৫, সেঞ্চুরি ১, বেস্ট ১০৫, চার ১৫, ছক্কা ১৮।
সূত্রঃ স্পোর্টসজোন২৪