দুর্দান্ত এক ম্যাচ। পারফেক্ট টি-২০ রঙে রাঙানো ম্যাচের শেষ ওভারে জয় নিশ্চিত করলো বরিশাল। বৃথা গেছে বঙ্গবন্ধু টি-২০ কাপের তৃতীয় সেঞ্চুরিয়ান মোহাম্মদ নাঈমের শতক। আগেই প্লে-অফ নিশ্চিত করা ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করলো বরিশাল।
মিরপুরের হোম অব ক্রিকেটে আগে ব্যাট করা বরিশাল তিন অর্ধশতকে তিন উইকেটে ১৯৩ রান তুলে ফেলে। জবাবে খেলতে নামা ঢাকা এক সেঞ্চুরিতে জয়ের খুব কাছে গিয়ে শেষ ওভারে ম্যাচ হেরে যায়।
টস হেরে ব্যাটিংয়ে নামা বরিশাল দুই ওপেনার সাইফ হাসান ও তামিম ইকবালের ব্যাটে দারুণ শুরু পায়। ওপেনার সাইফ হাসানের সঙ্গে হাফ সেঞ্চুরি তুলে নেন আফিফ হোসেন ও তাওহীদ হৃদয়।
ইনিংসের ১৪তম ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত ৫০ রানে ওপেনার সাইফ সাজঘরে ফিরে যান। ৪৩. বলের ইনিংসে আটটি চার হাঁকিয়েছেন তিনি। অপর দুই হাফ সেঞ্চুরিয়ান হৃদয় ও আফিফ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।
২৫ বলে এক চার ও পাঁচ ছয়ে ৫০ রানে আফিফ এবং ২২ বলে দুই চার ও চার ছয়ে ৫১ রানে তাওহীদ অপরাজিত থাকেন। এছাড়াও পারভেজ ইমন ১৩ ও অধিনায়ক তামিম ১৯ রান করেন।
ঢাকার হয়ে রুবেল, আল আমিন ও মুক্তার ১টি করে উইকেট লাভ করেন। ১৯৪ রানের টার্গেটে খেলতে নামা ঢাকা ওপেনার মোহাম্মদ নাঈমের ব্যাটে জয়ের পথেই ছিলো। বঙ্গবন্ধু টি-২০ কাপের এই তৃতীয় সেঞ্চুরিয়ান দলীয় ১৭২ রানে চতুর্থ উইকেটে সাজঘরে ফিরে গেলেই ম্যাচের মোড় ঘুরে যায়।
৬৪ বলে আট চার ও সাত ছয়ে ১০৫ রান করা এই সেঞ্চুরিয়ানকে সাজঘরে পাঠিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন সুমন খান। ঢাকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন ইয়াসির আলী। ১৯ রান করেন সাব্বির রহমান। দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি অন্য কেউ।
বরিশালের হয়ে শুভ ৩টি ও সুমন খান ১টি উইকেট লাভ করেন।
সূত্রঃ এসএনপি স্পোর্টস