নিউজিল্যান্ড সফরে করোনাভাইরাস নিয়ে রীতিমতো নাকানি-চুবানি খেয়েছে পাকিস্তান দল। দলের অবস্থা প্রায় নাজেহাল হয়ে গিয়েছিল। দশ সদস্য করোনাভাইরাসে পজেটিভ ধরা পড়েন। নিউজিল্যান্ডের পক্ষ থেকে দেওয়া হয় স্বাস্থ্য নিয়ে কঠোর হুঁশিয়ারি।
তবে পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে, শেষ পর্যন্ত নিজ দেশেই ফিরে আসতে চেয়েছিল পাকিস্তান। আর এই বিষয়টি জানিয়েছেন খোদ দলটির প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ উল হক। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসে দলটি।
এই নিয়ে মিসবাহ বলেন, ‘পরিস্থিতি মোটেই স্বাভাবিক ছিল না। যা হচ্ছিল না ভালো কিছু নয়। ক্রিকেট বোর্ডের সাথে এই ব্যাপারে (সফর বাতিল করা) কথা বলেছিলাম। তবে পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যেহেতু আমরা এতদিন ধরেই নিউজিল্যান্ডে আছি, তাই আমাদের উচিৎ অবশ্যই সফর শেষ করা যাওয়া।
এই খেলাকে জীবন্ত রাখতে এবং ঘরে বসে যারা অপেক্ষা করছিল সিরিজটির জন্য তাদের জন্য এই ত্যাগটুকু করা উচিৎ। এছাড়া আমি মনে করি পেশাদার হিসেব কোয়ারেন্টাইন এবং জৈব সুরক্ষা বলয়কে মেনে নিতে হবে।’
সূত্রঃ এসএনপি স্পোর্টস