অস্ট্রেলিয়ার সাথে টেস্টে হিট ম্যান রোহিত শর্মা খেলবেন কি-না সেটি নিয়ে প্রায় প্রতি মুহূর্তেই চলতো আলোচনা সমালোচনা। কেউ বলতেন তার খেলা উচিত আবার কেউ বলতেন পুরো ফিট না হয়ে রহিতের যাওয়া উচিত নয়।
এমন সব আলোচনা সমালোচনা বাঁধা টপকে অবশেষে অস্ট্রেলিয়া সফরের অংশ হতে যাচ্ছে রহিত। সকল জল্পনা কল্পনা ও নাটকীয়তাকে পেছনে ফেলে বেঙ্গালুরুতে জাতীয় অ্যাকাডেমিতে দেওয়া ফিটনেস টেস্টে উতরে গেছেন এই ব্যাটসম্যান।
৭ জানুয়ারিতে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্ট ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে রোহিতের। বেশ কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করার একমাত্র কারণ সেখানে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে রোহিতের।
৭ জানুয়ারি তৃতীয় টেস্টে খেলতে নামার আগে সিডনিতে সপ্তাহখানেক অনুশীলনও করতে পারবেন রোহিত। আসছে ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় রওনা হওয়ার কথা রয়েছে ভারতের হিট ম্যান রহিত শর্মা।
সূত্রঃ যমুনা টিভি অনলাইন