শ্রীলঙ্কার বিপক্ষে চমকে ভরা দল ঘোষণা করলো ইংল্যান্ড

ক্রিকেট দুনিয়া December 11, 2020 1,143
শ্রীলঙ্কার বিপক্ষে চমকে ভরা দল ঘোষণা করলো ইংল্যান্ড

করোনার কারণে গত মার্চ মাসে নির্ধারিত ইংল্যান্ড ক্রিকেট দলের শ্রীলংকা সফর অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়। অবশেষে সেই সিরিজের নতুন তারিখ ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।


সব কিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতেই শ্রীলংকা সফরে যাবে জো রুটের দল। আর সেই সফরকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইসিবি। এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে বেন স্টোকস ও জোফরা আর্চারকে। তবে দলে ফিরেছেন জনি বেয়ারস্টো।


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচিতে শ্রীলংকার বিপক্ষে দুটি টেস্ট খেলবেন ইংলিশরা। গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ক্লোজ ডোর টেস্ট ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। গল স্টেডিয়ামে দর্শকশূন্য মাঠে প্রথম টেস্ট শুরু হবে ১৪ জানুয়ারি। দ্বিতীয় টেস্ট ২২ ফেব্রুয়ারি।


ইংল্যান্ড দল: জো রুট(অধিনায়ক), মঈন আলী, জেমস এন্ডারসন, জনি বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, জশ বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডম সিবলি, ওলি স্টোন, ক্রিস ওকস, মার্ক উড।


রিজার্ভ: জেমস ব্রেনি, ম্যাসন ক্রেন, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ম্যাথু পারকিনসন, ওলি রবিনসন, অমর ভিরদি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪