বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অবশেষে রানের দেখা পেয়েছেন সাব্বির রহমান। ৫৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন বেক্সিমকো ঢাকার এই ক্রিকেটার। ৩৮ বলে ১৪৭.৩৬ স্ট্রাইক রেটে ৫ চার ও ৩ ছক্কার মারে এই ইনিংসের দেখা পেয়েছেন সাব্বির। তার রানে ফেরার দিনে গতকাল প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকা ২০ রানে হারিয়েছে জেমকন খুলনাকে। নিশ্চিত করেছে প্লে-অফ।
স্বাভাবিকভাবেই রানে ফিরতে পেরে বেশ উচ্ছ্বসিত সাব্বির। মারকুটে এই ব্যাটসম্যান নিজের নামের প্রতি সুবিচার করতে পারায় ধন্যবাদ জানিয়েছেন টিম ম্যানেজম্যান্টকে। টপ অর্ডারে তার উপর আস্থা রাখায় কোচ খালেদ মাহমুদ সুজন এবং অধিনায়ক মুশফিকুর রহিমকে বিশেষ ধন্যবাদ দিয়েছেন এই ডানহাতি তারকা।
ম্যাচ শেষে সাব্বির বলেন, ‘সর্বপ্রথম আল্লাহকে ধন্যবাদ জানাতে চাই আমি। ম্যানেজমেন্টকেও ধন্যবাদ। কোচ ও অধিনায়ককে ধন্যবাদ আমার উপর ভরসা রেখে এই জায়গায় খেলার সুযোগ করে দেয়ার জন্য। ইনশাল্লাহ চেষ্টা করেছি নিজের দায়িত্বটা পালন করার জন্য। আমার টার্গেটই ছিলো সেটা।’
সূত্রঃ এসএনপি স্পোর্টস