আইসিসির র‌্যাংকিংয়ে শীর্ষে কোহলি, ট্রেন্ট বোল্ট ও সাকিব

ক্রিকেট দুনিয়া December 11, 2020 1,672
আইসিসির র‌্যাংকিংয়ে শীর্ষে কোহলি, ট্রেন্ট বোল্ট ও সাকিব

স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী ভারতের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে ওয়ানডে র‌্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। হালনাগাদকৃত র‌্যাংকিংয়ে ব্যাটসম্যান, বোলার ও অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছেন বিরাট কোহলি, ট্রেন্ট বোল্ট ও সাকিব আল হাসান।


ব্যাটসম্যানদের র‌্যাংকিং শীর্ষ পাচে পরিবর্তন কেবল অ্যারন ফিঞ্চের। এক ধাপ এগিয়ে অজি অধিনায়ক উঠে এসেছেন পঞ্চম স্থানে। ফলে এক ধাপ অবনমন হয়ে বর্তমানে ষষ্ঠ স্থানে থাকা ফ্যাফ ডু প্লেসিসের।


বোলারদের র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে মুজিব উর রহমানের। তাকে জায়গা করে দিতে গিয়ে এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে আছেন জাসপ্রিত বুমরাহ। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ পাচে কোনো পরিবর্তন আসেনি।


বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছেন মুশফিকুর রহিম, ১৬তম স্থানে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সাকিবকে নিয়ে আছেন ২৩তম স্থানে। বোলারদের মধ্যে শীর্ষ ২০-এ নেই কেউ, সাকিবের অবস্থান ২৮তম। – বিডি ক্রিকটাইম/ ক্রিকইনফো