শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি ঘোষণা

ক্রিকেট দুনিয়া December 11, 2020 475
শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি ঘোষণা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে শ্রীলঙ্কা টেস্ট দল। বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্থগিত হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ চলতি ডিসেম্বরে পুনরায় খেলার ব্যাপারে দুই দেশের বোর্ডের সম্মতিতে সিরিজ চূড়ান্ত করা হয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে এই মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা সফর করবে শ্রীলঙ্কা।


ঐতিহ্য মেনে লঙ্কানদের বিপক্ষে হবে প্রোটিয়াদের বক্সিং ডে টেস্ট ও নিউ ইয়ার টেস্ট। ২৬ ডিসেম্বরের বক্সিং ডে টেস্ট হবে সেঞ্চুরিয়নে। ৩-৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট।


সূচি অনুযায়ীই হতে যাচ্ছে সিরিজটি, জানিয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কুগান্দ্রি গোভেন্দের। ম্যাচ ও অনুশীলন সেশন হবে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ও দক্ষিণ আফ্রিকা সরকারের কোডিভ-১৯ প্রটোকল মেনে। একই সঙ্গে ম্যাচগুলো হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।


• দক্ষিণ আফ্রিকা সফরে শ্রীলঙ্কার টেস্ট সিরিজঃ


প্রথম টেস্ট- ২৬-৩০ ডিসেম্বর, সেঞ্চুরিয়ন

দ্বিতীয় টেস্ট- ৩-৭ জানুয়ারি, জোহানসবার্গ


সূত্রঃ ক্রিকেট৯৭