আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে ইংল্যান্ডের। আসন্ন এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। যেখানে চার ম্যাচের টেস্ট সিরিজের মাঝে একটি গোলাপি বলের টেস্ট খেলবে এই দুদল। গোলাপি বলের টেস্টটি শুরু হবে ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদের মতেরা স্টেডিয়ামে।
টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে এই দুদলের লড়াই। সিরিজের প্রথম দুই টেস্ট হবে চেন্নাইয়ে আর বাকি দুই ম্যাচ হবে আহমেদাবাদে। ৫ ফেব্রুয়ারি মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ১৩ এবং ২৪ ফেব্রুয়ারি হবে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট। আর মার্চের ৪ তারিখ হবে চতুর্থ ও শেষ টেস্ট।
সাদা পোষাকের লড়াই শেষে আহমেদাবাদেই হবে রঙিন পোষাকের লড়াই। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে ১২ মার্চ। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ১৪, ১৬, ১৮ এবং ২০ মার্চ। এরপর ২৩, ২৬ এবং ২৮ মার্চ হবে সিরিজের তিন ওয়ানডে।
সূত্রঃ ক্রিকফ্রেন্জি