কখনো নামছেন ওপেনিংয়ে, কখনো ‘প্রিয়’ তিনে, কখনো আবার ৪ নম্বরে। বারবার ব্যাটিং অর্ডার পরিবর্তন করেও সাকিব আল হাসান কিছুতেই রানের দেখা পাচ্ছেন না।বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের লিগ পর্বের শেষ দিকে এসেও, সাকিব এখনো ছন্দে ফেরার অপেক্ষায়।
জেমকন খুলনার হয়ে খেলা সাকিব এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে করেছেন মাত্র ৮২ রান। ব্যাট হাতে ব্যর্থ সাকিব মাঝেমধ্যে বল হাতে দলকে সাফল্য এনে দিলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ৩ ওভার বল করে খরচ করেছেন ৩৬ রান। যেখানে তার প্রথম ওভারেই ২৬ রান নেন নাঈম।
কিন্তু পুরনো সাকিবকে কখন দেখবে ভক্ত-সমর্থকরা? ছন্দে ফেরা নিয়ে আজ ম্যাচ শেষে আলাপকালে সাকিব বলেন, “জানি না… দেখি, কত দ্রুত কামব্যাক করা যায়। চেষ্টা থাকবে যেন ভালো করতে পারি। বাকিটা দেখা যাক।”
এছাড়া টানা হার নিয়ে সাকিব বলেন, “টি-টোয়েন্টি যেহেতু মোমেন্টামের ব্যাপার, তাই প্রভাব ফেলতেই পারে। আমাদের হাতে তিন দিন বিরতি আছে।
আমরা সবাই বসে নতুন করে শুরু করার চেষ্টা করব, যেহেতু একটা ম্যাচেরই ব্যাপার। যদি আমরা আমাদের ভালো ক্রিকেটটা খেলতে পারি, তাহলে অবশ্যই ভালো ফল করা সম্ভব হবে।”
সূত্রঃ স্পোর্টসজোন২৪